নদীর বিদ্রোহ প্রশ্ন উত্তর mcq teacj sanjib
নদীর বিদ্রোহ প্রশ্ন উত্তর mcq teacj sanjib
নদীর বিদ্রোহ
মানিক বন্দ্যোপাধ্যায়ের
নদীর বিদ্রোহ প্রশ্ন উত্তর mcq
নদীর বিদ্রোহ গল্পের গুরুত্বপূর্ণ mcq প্রশ্নোত্তর গুলি আলোচনা করা হয়েছে
বহু বিকল্পীয় প্রশ্নোত্তর
সঠিক উত্তরটি নির্বাচন করো
নদীর বিদ্রোহ mcq পার্ট ১
১.১ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্প হলো(ক) ভেজাল (খ) ছোটোবড়ো (গ) অতসীমামী (ঘ) ফেরিওলা
১.২ মানিক বন্দ্যোপাধ্যায় তাঁর প্রথম উপন্যাস ‘দিবা-রাত্রির কাব্য’ রচনা করেন
(ক) একুশ বছর বয়সে (গ) তেইশ বছর বয়সে (খ) বাইশ বছর বয়সে (ঘ) চব্বিশ বছর বয়সে
১.৩ গল্পে নদেরচাঁদ চরিত্রটি হলো একজন(ক) শিক্ষক (গ) স্টেশন মাস্টার (খ) অধ্যাপক (ঘ) টিকিট কালেক্টর
১.৪ নদেরচাদের নতুন সহকারীর উদ্দেশ্যে ‘আমি চললাম হে!’ বলার পর, প্রত্যুত্তরে সহকারী বলেছিল(ক) আচ্ছা (খ) আজ্ঞে না (ঘ) একটু থামুন (গ) আজ্ঞে হ্যাঁ
১.৫ নদেরচাঁদের স্টেশন থেকে নদীর দূরত্ব(ক) হাফ মাইল (গ) দু-মাইল (খ) এক মাইল (ঘ) দেড় মাইল
উত্তর পার্ট ১
১.১ (গ) অতসীমামী। ১.২ (ক) একুশ বছর বয়সে। ১.৩ (গ) স্টেশন মাস্টার। ১.৪ (গ) আজ্ঞে হ্যাঁ। ১.৫ (খ) এক মাইল।
mcq পার্ট ২
১.৬নদেরচাদ নদীকে দেখেনি
(ক) তিন দিন (গ) ছয় দিন
১.৭ নদেরচাদ বৃষ্টির জন্য না-দেখা নদীকে দেখল(ক) পাঁচ দিন পর (খ) তিন দিন পর (গ) চার দিন পর (ঘ) দু-দিন পর
১.৮ পাঁচ দিন পর নদীকে দেখে নদেরচাঁদ(ক) ছেলেমানুষের মতো আনন্দে নেচে উঠল (খ) ছেলেমানুষের মতো কেঁদে ফেলল (গ) ছেলেমানুষের মতো নাচানাচি করতে লাগল (ঘ)
ছেলেমানুষের মতো ঔৎসুক্যবোধ করতে লাগল (খ) পাঁচ দিন (ঘ) সাত দিন
১.৯ নদেরচাদ আজ নদীকে না দেখতে পেলে(খ) বাঁচবে না (ক) পাগল হয়ে যাবে (গ) ঘুমোবে না (ঘ) চাকরি ছেড়ে দেবে
১.১০ পাঁচ দিনের আকাশ ভাঙা বৃষ্টির ফলে— (ক) দুদিকে মাঠঘাট জলে ডুবে গেছে (খ) নদীর বাঁধ ভেঙে সব ভাসিয়ে দিয়েছে (গ) রেলের উঁচু বাঁধ ডুবে গেছে (ঘ) চারিদিক জলে থই থই করছে
১.১১ রেলের উঁচু বাঁধ ধরে হাঁটতে হাঁটতে নদেরচাঁদ
ক) প্রবল বর্ষায় মানুষের অসহায়তার কথা ভাবতে লাগলেন
(খ) প্রবল বর্ষায় শস্যহানির কথা ভাবতে লাগলেন
(গ) নদীর বর্ষণপুষ্ট মূর্তি কল্পনা করবার চেষ্টা করতে লাগলেন
(ঘ) ভরা নদীর রূপ দেখে ভীত ও শিহরিত হলেন
১.১২ নদেরচাদের বয়স
(ক) পঁচিশ বছর (গ) পঁয়ত্রিশ বছর (খ) ত্রিশ বছর (ঘ) চল্লিশ বছর
১.১৩ নদেরচাদের পেশা হলো
(ক) শিক্ষকতা (গ) ডাক্তারি
(খ) স্টেশন মাস্টারি (ঘ) ভবঘুরে
১.১৪ নদেরচাদের দায়িত্ব ছিল
(ক) ট্রামগাড়ি নিয়ন্ত্রণ করা
(খ) বাস নিয়ন্ত্রণ করা
(গ) প্যাসেঞ্ঝার ট্রেন ও মালগাড়িগুলি নিয়ন্ত্রণ করা (ঘ) এগুলির কোনোটিই নয়
১.১৫ নদেরচাদের নদীকে এভাবে ভালোবাসার কারণ হলো(ক) ‘নদী’ তার মায়ের নাম ছিল (খ) নদীর ধারে তার বাড়ি ছিল (গ) নদী তাকে জীবন দিয়েছিল (ঘ) নদীর ধারে তার জন্ম হয়েছিল
১.১৬ অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই নদেরচাঁদের কাছে মমতা পেয়েছিল –
(ক) তাঁর স্ত্রী
(খ) তাঁর সহকারী
(গ) তাঁর ছেলে
(ঘ) দেশের সেই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি
১.১৭ ব্রিজের কাছাকাছি এসে নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল(ক) নদীতে ভাসতে থাকা মৃতদেহ দেখে (খ) প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করে (গ) ব্রিজের ওপর নদীর জল উঠে গেছে দেখে (ঘ) শেষবারের মতো নদীর দিকে দৃষ্টিপাত করে।
১.১৮ নদেরচাঁদ নদীটিকে চেনে—
(ক) তিন বছর
(গ) পাঁচ বছর
(খ) চার বছর
(ঘ) ছয় বছর
১.১৯ নদেরচাদের সেইদিন নদীটিকে বেশ অপরিচিত মনে হলো যেদিন
(ক) নদী ক্ষেপে গিয়ে গাঢ়তর পঙ্কিল জল ফুলে ফেঁপে ফেনোচ্ছ্বাসিত হয়ে ছুটে চলেছে (খ) নদীটি শুকিয়ে গেল (গ) নদীটি সব ভাসিয়ে দিল (ঘ) নদীটিতে জলস্রোতের চাঞ্চল্য দেখা দিল
১.২০ নদেরচাদের বউকে লেখা চিঠির পৃষ্ঠাসংখ্যা ছিল— ক) চার (গ) ছয় (খ) পাঁচ (ঘ) সাত
উত্তর পার্ট ২
১.৬ (খ) পাঁচ দিন। ১.৭ (ক) পাঁচ দিন পর। ১.৮ (ঘ) ছেলেমানুষের মতো ঔৎসুক্যবোধ করতে লাগল। ১.৯ (খ) বাঁচবে না। ১.১০ (ক) দুদিকে মাঠঘাট জলে ডুবে গেছে। ১.১১ (গ) নদীর বর্ষণপুষ্ট মূর্তি কল্পনা করবার চেষ্টা করতে লাগলেন। ১.১২ (খ) ত্রিশ বছর। ১.১৩ (খ) স্টেশন মাস্টারি। ১.১৪ (গ)প্যাসেঞ্জার ট্রেন ও মালগাড়ি গুলি নিয়ন্ত্রণ করা । ১.১৫ (ঘ) নদীর ধারে তার জন্ম হয়েছিল। ১.১৬(ঘ) দেশের সেই ক্ষীণস্রোতা নির্জীবনদীটি। ১.১৭ প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করে। ১.১৮ (খ) চার বছর। ১.১৯ (ক) নদী ক্ষেপে গিয়ে গাঢ়তর পঙ্কিল জল ফুলে ফেঁপে ফেনোচ্ছ্বাসিত হয়ে ছুটে চলেছে। ১.২০ (খ) পাঁচ।
নদীর বিদ্রোহ গল্পের প্রশ্ন উত্তর mcq পার্ট ৩
১.২১ নদেরচাঁদ বউকে যে চিঠি লিখেছিল তা ছিল— (ক) বিরহবেদনাপূর্ণ (গ) উচ্ছ্বাসপূর্ণ (খ) আনন্দপূর্ণ (ঘ) কর্মজীবনের যন্ত্রণাপূর্ণ
১.২২ নদেরচাঁদকে চাপা দেয়—
ক)এক্সপ্রেস ট্রেন
(খ) ৭ নং ডাউন প্যাসেঞ্জার ট্রেন
(গ) ৮ নং আপ লোকাল
(ঘ) মালগাড়ি
১.২৩ নদেরচাঁদ যে প্যাসাঞ্জার ট্রেনটিকে রওনা করিয়ে দিয়েছিল সেটি ছিল
(ক) পাঁচটা পঁয়তাল্লিশের ট্রেন (খ) চারটা পঁয়তাল্লিশের ট্রেন (গ) সাতটা পঁয়তাল্লিশের ট্রেন
(ঘ) নয়টা পঁয়তাল্লিশের ট্রেন
১.২৪ ‘নদেরচাদ নূতন সহকারীকে ডাকিয়া বলিল,
(ক) আমি চললাম হে
(খ) আমি বসলাম হে
(গ) আর বৃষ্টি হবে না, কি বলো (ঘ) কাউন্টারে বসো হে
১.২৫ ‘পাঁচদিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কী রূপ দিয়াছে?’—‘আকাশ ভাঙা বৃষ্টি’ কথাটির অর্থ হলো— (ক) ভাঙা আকাশের বৃষ্টি (খ) বর্ষণ শেষের বৃষ্টি (গ) অবিরত অঝোর বর্ষণ (ঘ) ইলশেগুঁড়ি বৃষ্টি
১.২৬ ‘সে বাঁচিবে না’—যদি সে—
(ক) ঠিক মতো ওষুধ পথ্য না পায় (খ) নেশার জিনিস না পায়
(গ) স্ত্রীর সঙ্গে কথা বলতে না পায় (ঘ) নদীকে দেখতে না পায়
১.২৭ ‘সেও তো তাদেরই একজন’ – এখানে তাদের বলতে বোঝানো হয়েছে
(ক) যারা মেল, প্যাসেঞ্জার, মালগাড়িগুলির ছোটাছুটি নিয়ন্ত্রণ করে
(খ) যারা রেল কর্মচারীদের কাজের তদারকি করে (গ) যারা রেলইঞ্জিন ঠিক করে (ঘ) যারা রেলগাড়ি চালায়
১.২৮ অবিরত বৃষ্টির জন্য নদেরচাদের নদীকে দেখা হয়নি— (ক) চারদিন তিনদিন (গ) পাঁচদিন সাতদিন
১.২৯ ‘নদীর জন্য এমনভাবে পাগলা হাওয়া কী তার সাজে?’ পাগলা হাওয়া সাজে না কারণ(ক) তার বয়স ত্রিশ বছর
(খ) সে একটা স্টেশনের স্টেশন মাস্টার
(গ) সে মেল, প্যাসেঞ্জার আর মালগাড়িগুলির ছোটাছুটি নিয়ন্ত্রণ করে
(ঘ) ত্রিশ বছর বয়সি স্টেশন মাস্টার হিসেবে বিভিন্ন ট্রেনের গতিবিধি সে নিয়ন্ত্রণ করে।
১.৩০ ‘নদেরচাঁদ মানুষ হয়েছে’-
(ক) নদীর ধারে
(খ) শহরে
(গ) পাহাড়ে
(ঘ) অরণ্যে
১.৩১ নদেরচাদ তার কর্মস্থলের
নিকটবর্তী নদীটিকে চেনে
(ক) তিন বছর ধরে
(খ) চার বছর ধরে
(গ) পাঁচ বছর ধরে
(ঘ) ছয় বছর ধরে
১.৩২ ‘এমনভাবে পাগলা হাওয়া কী তার সাজে?’—নদেরচাঁদ পাগলা হয়েছিল
(ক) তার প্রেমিকার জন্য
(খ) পাহাড়ে যাওয়ার জন্য
(গ) নদীকে দেখার জন্য
(ঘ) নদীর ব্রিজটিকে দেখার জন্য
১.৩৩ ‘সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল।’—সে কেঁদে ফেলেছিল ১.৩৩ কারণ
(ক) তার দেশের ক্ষীণস্রোতা নির্জীব নদীটি প্রায় শুকিয়ে যাচ্ছিল
(খ) তার পরমাত্মীয়া দুরারোগ্য ব্যাধিতেভুগে মারা যাচ্ছিল (গ) তার স্ত্রী তাকে বকেছিল (ঘ) প্রবল বৃষ্টিতে ব্রিজটি ভেঙে পড়েছিল
উত্তর পার্ট ৩
১.২১ (ক) বিরহবেদনাপূর্ণ। ১.২২ (খ) ৭ নং ডাউন প্যাসেঞ্জার ট্রেন। ১.২৩ (খ) চারটা পঁয়তাল্লিশের ট্রেন। ১.২৪ (ক) আমি চললাম হে। ১.২৫ (গ) অবিরত অঝোর বর্ষণ। ১.২৬ (ঘ) নদীকে দেখতে না পায়। ১.২৭ (ক) যারা মেল, প্যাসেঞ্জার, মালগাড়িগুলির ছোটাছুটি নিয়ন্ত্রণ করে। ১.২৮ (গ) পাঁচদিন। ১.২৯ (ঘ) ত্রিশ বছর বয়সি স্টেশন মাস্টার হিসেবে বিভিন্ন ট্রেনের গতিবিধি সে নিয়ন্ত্রণ করে। ১.৩০ (ক) নদীর ধারে। ১.৩১ (খ) চার বছর ধরে। ১.৩২ (গ) নদীকে দেখার জন্য। ১.৩৩ (ক) তার দেশের ক্ষীণস্রোতা নির্জীব নদীটি প্রায় শুকিয়ে যাচ্ছিল।
নদীর বিদ্রোহ গল্পের প্রশ্ন উত্তর mcq পার্ট ৪
(ক) বৃদ্ধ বয়সে
(খ) প্রৌঢ় বয়সে
১.৩৪ কোন্ বয়সে মানুষ ছোটো-বড়োর হিসেব করে না?
(গ) শৈশবে, কৈশোরে, প্রথম যৌবনে
(ঘ) মাঝ বয়সে
১.৩৫ ‘ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকেদৃষ্টিপাত করিয়াই নদেরচাদ স্তম্ভিত হইয়া গেল।’—কারণ
(ক) ব্রিজটি ভেঙে গিয়েছিল
(খ) বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোত তীব্র হয়েছিল
(গ) মানুষ নদীর স্রোতে ভেসে যাচ্ছিল (ঘ) নদী ভয়ংকর গর্জন করছিল
১.৩৬ স্ত্রীর উদ্দেশ্যে পাঁচ পৃষ্ঠা ব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠিটি
নদেরচাঁদ কত দিন ধরে লিখেছে?
(ক) তিনদিন ধরে
(গ) পাঁচদিন ধরে
(খ) চারদিন ধরে
(ঘ) দু-দিন ধরে
১.৩৭ ‘লোভটা সে সামলাইতে পারিল না।’—কীসের লোভ? (ক) নদীর সঙ্গে খেলা করার লোভ (খ) নদীর ধারে বসে মাছ ধরার লোভ (গ) নদীতে ডিঙি ভাসানোর লোভ (ঘ) চাকরিতে পদোন্নতির লোভ
১.৩৮ ‘সে স্রোতের মধ্যে ছুড়িয়া দিল।’—কী ছুড়িয়া দিল? (ক) একটি পাথর
(খ) স্ত্রীকে লেখা একটি পুরোনো চিঠি (গ) কতগুলি ময়লা কাগজ
‘চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল’—কী
(ঘ) স্মৃতিবিজড়িত একটি রুমাল
১.৩৯ নদেরচাদ প্রতিদিন কোথায় বসে নদীকে দেখত?
(ক) ব্রিজের ধারক স্তম্ভের প্রান্তে
(খ) ব্রিজের ধারক স্তম্ভের মাঝখানে
(গ) বাঁধের ওপর
(ঘ) ব্রিজের ধারক স্তম্ভের শেষ প্রান্তে
১.৪০ বড়ো ভয় করিতে লাগিল নদেরচাদের।’—যে কারণে ভয় তা হলো
অদৃশ্য হয়ে গেল?
(ক) যদি বন্যা শুরু হয়ে যায়
(খ) যদি নৌকো ডুবে যায়
(গ) যদি কুমির ভেসে আসে
১.৪১
(ক) নদেরটাদের চটি জোড়া
(খ) নদেরচাদের রুমালটি
(গ) নদেরচাঁদের লেখা চিঠিখানা
(ঘ) নদীতে ভাসমান একটি ডিঙি
কারণ
১.৪২ ‘এতকাল নদেরচাদ গর্ব অনুভব করিয়াছে।’ -গর্বের
(ক) সে রেলের চাকরি করে
(খ) সে প্রকৃতিপ্রেমিক
(গ) স্ত্রীর জন্য তার ভালেবাসা
(ঘ) নতুন রং করা ব্রিজটি
১.৪৩ ‘সে বুঝিতে পারিয়াছে’—কী বুঝতে পেরেছে? (ক) নদীর বিদ্রোহের কারণ
(খ) নদী শুকিয়ে যাওয়ার কারণ
(গ) নদীর ধারে বাঁধ দেওয়ার কারণ
(ঘ) স্টেশন মাস্টার হিসেবে তার দায়িত্ব
১.৪৪ ‘মানুষ কী তাকে রেহাই দিবে?’—কাকে রেহাই দেওয়ার কথা বলা হয়েছে?
(ক) নদেরচাঁদের সহকারীকে
(খ) বিদ্রোহী নদীকে
(গ) নদেরচাঁদকে
(ঘ) নদেরচাঁদের স্ত্রীকে
১.৪৫ ‘নদেরচাদের মৃত্যু হয়েছিল’
(ক) যক্ষ্মা রোগে (গ) ট্রেনে কাটা পড়ে (খ) নদীতে ডুবে গিয়ে (ঘ) বাসের ধাক্কায়
উত্তর পার্ট ৪
যদি ব্রিজ ভেঙে যায়
১.৩৪ (গ) শৈশবে, কৈশোরে, প্রথম যৌবনে। ১.৩৫ (খ) বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোত তীব্র হয়েছিল। ১.৩৬ (ঘ) দু-দিন ধরে। ১.৩৭ (ক) নদীর সঙ্গে খেলা করার লোভ। ১.৩৮ (খ) স্ত্রীকে লেখা একটি পুরোনো চিঠি। ১.৩৯ (ঘ) ব্রিজের ধারক স্তম্ভের শেষ প্রান্তে। ১.৪০ (5) যদি ব্রিজ ভেঙে যায়। ১.৪১ (গ) নদের চাঁদের লেখা চিঠিখানা। ১.৪২ (ঘ) নতুন রং করা ব্রিজটি। ১.৪৩ (ক) নদীর বিদ্রোহের কারণ। ১.৪৪ (খ) বিদ্রোহী নদীকে। ১.৪৫ (গ) ট্রেনে কাটা পড়ে।
নদীর বিদ্রোহ mcq পার্ট ৫
১.৪৬ নদীর বিদ্রোহ গল্পে নদীর বিদ্রোহের কারণ ছিল(ক) নদীকে বন্দি করা (গ) নদী থেকে বালি তুলে নেওয়া (ঘ) অবিরত বর্ষণ
১.৪৭ নদেরচাদ কোন্ প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করে দিয়েছিল? (খ) তিনটে দশ (ক) চারটে পঁয়তাল্লিশ (গ) একটা পনেরো (ঘ) পাঁচটা তিন
১.৪৮ নদেরচাদ নদীর ওপরকার (ক) রাস্তা ধারে (গ) বাস লাইন ধরে
১.৪৯ পাঁচ দিনের অবিরাম বর্ষণ থেমেছিল(ক) সকালবেলায় (গ) মাঝরাতে (ক) আনন্দ (গ) উৎফুল্ল ব্রিজের দিকে হাঁটছিল(খ) ট্রেন লাইন ধরে (ঘ) সড়কপথ ধরে
১.৫০ নদেরচাদ তার নিজের এই পাগলামিতে উপভোগ করে(খ) পুলকিত (ঘ) হতাশ (ক) আনন্দ (গ) চাঞ্চল্য (খ) দুপুরবেলায় (ঘ) বিকেলবেলায়
১.৫১) পাঁচদিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে দেখা গিয়েছিল— (ক) মেয়েটির জন্য (গ) স্ত্রীর জন্য (খ) ভয়াবহতা (ঘ) বিষণ্ন
১.৫২ নদেরচাদের দেশের নদীটি ছিল(ক) নির্জীব (গ) জলময় ভয়ংকর (ঘ) ক্ষীণস্রোতা ও নির্জীব
১.৫৩) এমনভাবে পাগলা হাওয়া কি তার সাজে? কীসের জন্য? (খ) নদীর জন্য (ঘ) টাকার জন্য
১:৫৪ নদীকে এভাবে ভালোবাসার একটা পারে নদেরচাঁদ। দিতে
(ক) ব্যাখ্যা (খ) বক্তব্য(গ) কৈফিয়ত(ঘ) যুক্তি
১.৫৫ অন্ধকারে অতি সাবধানে লাইন ধরে হাঁটতে হাঁটতে নদেরচাদ কোন্ দিকে ফিরে চলল?
ক) মাঠের দিকে
(খ) বাড়ির দিকে
(গ) হাসপাতালের দিকে
(ঘ) স্টেশনের দিকে
১.৫৬ “তারপর নামিল বৃষ্টি’-বৃষ্টির প্রকৃতি কেমন ছিল? ক) অল্প অল্প (খ) মুশলধারায় (গ) ঝিরঝিরে (ঘ) ভয়াবহ
১.৫৭ নদেরচাদ নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছিল একটি ক) টাকা (খ) পাতা(গ) চিঠি (ঘ) ছাতা
১.৫৮ কতক্ষণ বিশ্রাম করে মেঘ নতুন শক্তি সঞ্চয় করেছিল? ক) এক ঘণ্টা (খ) দুই ঘণ্টা (গ) তিন ঘণ্টা (ঘ) চার ঘণ্টা (গ) চিঠি
১.৫৯ নদেরচাদ তার স্ত্রীকে যে বিরহবেদনাপূর্ণ চিঠিটি লিখেছিল তার পৃষ্ঠাসংখ্যা ছিলক) পাঁচ (গ) তিন (খ) চার (ঘ) সাত
১.৬০> একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদেরচাঁদকে কী করেছিল? (ক) দিশেহারা (গ) ভয় ক) সাধনা (গ) বঙ্গশ্রী (খ) অবাক (ঘ) হর্ষক
১.৬১ ‘নদীর বিদ্রোহ’ গল্প যে পত্রিকায় প্রকাশিত— (খ) ভারতী (ঘ) সবুজ পত্র(গ) বঙ্গশ্রী।
১.৬২ নদেরচাদকে পিষিয়া দিয়া চলিয়া গেল— (ক) ৭ নং ডাউন প্যাসেঞ্জার (খ) ৫ নং ডাউন প্যাসেঞ্জার (গ) ৭ নং আপ প্যাসেঞ্জার (ঘ) ৫ নং আপ প্যাসেঞ্জার
উত্তর পার্ট ৫
১.৪৬ (ক) নদীকে বন্দি করা। ১.৪৭ (ক) চারটে পঁয়তাল্লিশ। ১.৪৮ (খ) ট্রেন লাইন ধরে। ১.৪৯ (ঘ) বিকেলবেলায়। ১.৫০ (ক) আনন্দ। ১.৫১ (গ) চাঞ্চল্য। ১.৫২ (ঘ) ক্ষীণস্রোতা ও নির্জীব। ১.৫৩ (খ) নদীর জন্য। ১.৫৪ (গ) কৈফিয়ত। ১.৫৫ (ঘ) স্টেশনের দিকে। ১.৫৬(খ) মুশলধারায়। ১.৫৭(গ) চিঠি। ১.৫৮ (গ) তিন ঘণ্টা। ১.৫৯ (ক) পাঁচ। ১.৬০ (ক) দিশেহারা। ১.৬১ (গ) বঙ্গশ্রী। ১.৬২ (ক) ৭ নং ডাউন প্যাসেঞ্জার।